গিয়েছিলাম বাজারে
কিনেছিলাম পটল কাঁকরোল ঝিঙে
বেছে বেছে আলু, লাউও আছে সাথে
কুমড়াও নিয়েছিলাম বটে।
সাত দিনের বাজার শেষে
তৃপ্তি ঢেকুর তুলে
ঢুকলাম মাছের বাজারে।
হৃষ্টপুষ্ট মাছ দেখে
জিভে পানি আসে আগে চলে
নিলাম রুই একখান দাম হেঁকে
নানা কায়দায় পেট টিপে
ফরেনসিক টেস্ট শেষে
দ্বিতীয় তৃপ্তি ঢেকুর তুললাম।।
বাসায় এসে বাজার রেখে দিয়ে
দৈনিক পেপারে চোখ রাখি গিয়ে
নিত্যদিনকার খবর আমাকে দেয় মনে করিয়ে
আমি কিনে এনেছি বাজার থেকে
একগাদা বিষ!!
খসড়া ১.০ / ১৭-০৮-১৫